কানাইঘাটে অগ্নিকান্ডে ৬টি বসত ঘর পুড়ে ছাই

37

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট ঝিংগাবাড়ী ইউ.পির আগফৌদ নারাইনপুর পশ্চিম গ্রামে গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৩টার দিকে অগ্নীকান্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। অগ্নিকান্ড নিয়ে এলাকায় পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডের ঘটনাস্থল গতকাল শুক্রবার সাড়ে ১১টার দিকে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ। স্থানীয় লোকজন জানিয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গ্রামের লোকমান হোসেনের বসত ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা বাড়ীতে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী হারুন মিয়া, বাহার উদ্দিন, সালেহা বেগম, সাহেদ মিয়া, বশির আহমদের আধা কাঁচা পাকা বসত ঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এলাকার অনেকে বলেছেন রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। অপর দিকে যাদের ঘর পুড়িয়েছে তারা বলেছেন গ্রামের প্রতিপক্ষের লোকজন তাদের ঘরে রাতের আধারে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে এসব অভিযোগ সত্য নয় বলে এলাকার বেশির ভাগ লোকজন মনে করেন। প্রসঙ্গত যে, আগফৌদ নারাইনপুর গ্রামে আদিপত্ব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দা ইউ.পি সদস্য শরীফ উদ্দিন ও সাবেক ইউ.পি সদস্য আজিজুর রহমান গংদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি উভয়পক্ষের মধ্যে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এ নিয়ে একপক্ষ অপর পক্ষকে ঘায়েল করার জন্য বর্তমানে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অথবা তৃতীয় পক্ষ বসত ঘরে আগুন লাগিয়ে গ্রামে নতুন করে বিরোধ ছড়িয়ে দেওয়ার জন্য এমন অপকর্ম করতে পারে বলে সচেতন মহল জানিয়েছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। গ্রামের বাসিন্দা ইউ.পি সদস্য শরীফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।