খালেদা আক্তার অনন্যা
এই শহরের ভাঁজে ভাঁজে-কান্নার সুর!
কাঁদে ইট ভাটার ধোঁয়ায়-প্রকৃতি,
কাঁদে আবর্জনার দুর্গন্ধে-নদী-নালা,
কাঁদে ময়লায় গড়াগড়ি খাওয়া-রাস্তা-ঘাট।
নগরী এখন ভীষণ চাপে!
নগরীর বুকে চলে দিন রাত-অরাজকতা,
দাপটে ঘুরে-সন্ত্রাস, চাঁদাবাজ, বখাটে!
ভয়ে মরে তাদের-প্রশাসন, জনগণ।
এই নগরী আজ বৃদ্বের ন্যায়-ভীষণ অসহায়
নগরীর ইচ্ছে জাগে-চিৎকারে ধ্বংস করে দিতে-
সব অন্যায়,সব অনাচার।
নয়তো নিজেকেই সঁপে দিতে দিতে-ধ্বংসের অতলে।
নগরীর বুক প্রতিনিয়ত বেরোয়-দীর্ঘ নিঃশ্বাস
পৌঁছায় না নগরীর আর্তনাদ কারো কর্ণ গহ্বরে।
দিন গুণে নগরী-সুস্থ স্বাভাবিক একটি প্রহরের আশায়,
জানা নেই নগরীর-কবে এমনটা পাবে,আদৌ পাবে কি?!
আবার সভ্য সত্যতার আলোতে উদ্ভাসিত হবে
ইথারে ভেসে ভেসে দূর নক্ষত্রে ধ্বনিত হয়
নগরীর-আর্তনাদ!!