শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে হবে —- মাহমুদ উস সামাদ এমপি

78

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি নিজেকে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে উঠতে স্বাস্থ্য সচেতন হতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করেছে। শিক্ষার্থীদেরকে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে উপবৃত্তি, বিনামূল্যে বই, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন, মাল্টিমিডিয়া ক্লাস চালু সহ নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ফলে শিক্ষার গুণগত মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদেরকে স্মার্ট ফোন ব্যবহার না করে লেখাপড়ার প্রতি মনোযোগি হওয়ার আহ্বান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯ মার্চ সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের চান্দাই হযরত চাঁন্দে আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মিসবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য ফজলুল করিম হেলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপু, বিশিষ্ট মুরব্বি মকরম আলী, আফরোজ মিয়া, আনোয়ার উদ্দিন আহমদ, রবিন্দ্র কুমার দে, শাহ নেয়াজ, আব্দুল হাছিব, মোঃ নাজু মিয়া। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, রবিউল হোসেন মারুফ, তালুকদারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওলিউর রহমান, চান্দাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী দাস, আবুল লেইছ, ইসমত আরা, মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনারকলি, শিক্ষক এমরান আহমদ, আছমা বেগম, জাহেদা বেগম, মিজানুর রহমান, আবুল মনসুর, ফাইজুল, মনসুর, বদরুজ্জামান শিশু, সামছুজ্জামান, আব্দুল গফফার, কামাল মেম্বার, নূরুল ইসলাম, সেলিম আহমদ মেম্বার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের ছাত্র আবুল তায়িফ রোমন, মানপত্র পাঠ করে সৈয়দা মাইশা বেগম। বিজ্ঞপ্তি