গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন আমাদের সব কাজের মূল শক্তি হচ্ছে আমাদের জনগণ। বাজেটের ১২% টাকা সুদ পরিশোধে ব্যয় হয়। যার মূল যোগান দাতা আমাদের জনগণ। তাই সরকার জনগণের কাছে দায়বদ্ধ। শিক্ষা পরিবার হচ্ছে দেশের সবচেয়ে বড় পরিবার। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আমাদের শিক্ষাক্ষেত্রে ভুল, ত্র“টি ও সীমাবদ্ধতা আছে। তবে বর্তমান সরকার আন্তরিক প্রচেষ্টায় দেশ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়েছে। দেশ যেভাবে এগুচ্ছে এক সময় শিক্ষার সীমাবদ্ধতা, ব্যয় নিয়ে ভাবতে হবেনা। কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সরকারকে বিভিন্নভাবে সহায়তা করছে। দেশের শিক্ষার উন্নয়নে তাদের অবদান অস্বীকার করার উপায় নেই। রবিবার ৩টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র উদ্যোগে শিক্ষকতা ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলার ৬১ স্কুলের ৪৬৭ জন শিক্ষক শিক্ষিকা কর্মশালায় অংশগ্রহণ করেন। শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন শুধু শিক্ষিত করে গড়ে তুললে হবে না। নতুন প্রজন্মকে ভাল মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে ৪র্থ অবস্থানে আছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ ,সহ-সাধারণ সম্পাদক আবুল হাসনাত আলমের যৌথ পরিচালনায় বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুজা মোহাম্মদ জাকারিয়া, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি আজমল হোসেন শোভন, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ অধ্যক্ষ অনুরঞ্জন পাল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন বাবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, যুবলীগ নেতা এরাফ আহমদ প্রমুখ। এর পূর্বে সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ সরকার, এসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্র নাথ।