সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় পূজা উদযাপন পরিষদ কাজ করছে – জয়ন্ত সেন দিপু

147

সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জয়ন্ত সেন দিপু। শুক্রবার (৯ মার্চ) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এড. নিরঞ্জন কুমার দে’র সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে তিনি আরো বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে পূজা উদযাপন পরিষদের কর্মকান্ডকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকারের আমলে নিয়োগ পদোন্নতিতে বঞ্চনা না থাকলেও সারা দেশব্যাপী দেবোত্তর সম্পত্তি লুটপাটের পাঁয়তারা করছে একটি মহল। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বিভিন্ন সময়ে সংখ্যালঘু নির্যাতনের বিচার না পাওয়ার আক্ষেপ তুলে ধরে সকল ধরনের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বিরাজ মাধব চক্রবর্তী। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. তাপস কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নিপেশ তালুকদার নানু, সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সদস্য বাবুল দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. প্রদীপ কুমার ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
এছাড়াও দ্বি-বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, শাবিপ্রবি পূজা পরিষদের সভাপতি অধ্যাপক ড. নারায়ন সাহা, সাধারণ সম্পাদক ড. হিমাদ্রী শেখর রায়, কানাইঘাট ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা, বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু কুমার দাস।
সম্মেলনের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি। এরপর নেতৃবৃন্দদেরকে জেলা ও মহানগরের পক্ষ থেকে সম্মেলনের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাশ, শোক প্রস্তাব পাঠ করেন দেবব্রত চৌধুরী লিটন।
সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রযুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি অরুন দেবনাথ সাগর, যুগ্ম সম্পাদক বিভাবষু গোস্বামী বাপ্পা, জেলা সভাপতি ধনঞ্জয় দাস ধনু, মহানগরের সাধারণ সম্পাদক রতীন্দ্র দাস ভক্ত।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহিলা ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক এড. সন্ধ্যা লক্ষী দে, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নয়ন তালুকদার, মনোজ দাস, সঞ্জয় চন্দ্র নাথ, অজিত পাল, নিরেন্দ্র কুমার দেবনাথ, বিজেন কুমার দেবনাথ, ভানু লাল দাস, নরেশ চন্দ্র দাস, মনমোহন দেবনাথ, সুলাল দেব, সুজিত চক্রবর্তী, দুলাল চন্দ্র দেব, রাজু গোয়ালা, পরেশ চন্দ্র দেবনাথ, উজ্জল চন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি