স্টাফ রিপোর্টার :
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীসহ দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নিরাপত্তারক্ষী খালেকুজ্জামানকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের একটি রিক্সার গ্যারেজের মালিক জাহিদুল ইসলামকেও আটক করা হয়।
খালেকুজ্জামানের বাড়ি জাফর ইকবালের ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরের এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমদ বলেন, ‘তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেককেই জিজ্ঞাসাবাদ করছে। আমরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছি।’
রক্টর জহির উদ্দিন খালেকুজ্জামানের ব্যাপারে সাংবাদিকদের বলেন, “তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে রিকশা গ্যারেজের মালিককে আটকের বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব।