কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
২০৪১ সালের মধ্যে বাংলাদেশের চায়ের উৎপাদন ১৪০ মিলিয়ন কেজিতে উত্তীর্ণ করতে চা সংশ্লিষ্ট সবাইকে এক যোগে কাজ করতে হবে। চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলার দক্ষতা অর্জনসহ প্রতিকূলতা মোকাবেলায় চায়ের নতুন নতুন জাত আবিস্কার করতে হবে।
শনিবার (৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের ৫৩তম বার্ষিক টি কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: ইরফান আলী উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রান্স চেয়ারম্যান জিএম শিবলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ টি প্লান্টার এম আর খান চা বাগানের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম চৌধুরী ও জেরিন টি এর ম্যানেজার মো. সেলিম রেজা প্রমূখ।
কোর্সে ৩৫ জন সহকারী ব্যবস্থাপক ছাড়াও বিভিন্ন চা বাগানের আরো প্রায় অর্ধশত সিনিয়র প্লান্টারস উপস্থিত ছিলেন।