জগন্নাথপুরে বেড়িবাঁধ নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ

48

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ। ২৮ ফেব্র“য়ারি কাজ শেষ করার কথা থাকলেও এখনো অনেক স্থানে কাজ শুরুই হয়নি। যদিও বেড়িবাঁধ কাজ শেষ করতে প্রতিনিয়ত হাওর পরিদর্শন সহ পিআইসি কমিটিকে তাগিদ দিয়ে আসছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। তাতেও কাজ হয়নি। অবশেষে ২৮ ফেব্র“য়ারি বুধবার পুলিশ সাথে নিয়ে হাওর পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। এ খবর পেয়ে অনেক পিআইসি কমিটির লোকজন পালিয়ে যান বলে খবর পাওয়া গেছে। তবে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাওর রক্ষা বেড়িবাঁধের কাজ পাওয়া সকল পিআইসি কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। বৈঠকে আগামি ১৫ দিনের মধ্যে কাজ করার জন্য কঠোরভাবে তাগিদ দেয়া হয় পিআইসি কমিটির সভাপতিসহ সদস্যদের। ঘটনার সত্যতা নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী জগন্নাথপুরের দায়িত্বপ্রাপ্ত (এসও) নাসির উদ্দিন বলেন, আগামি ১৫ দিনের মধ্যে অবশ্যই কাজ শেষ হয়ে যাবে।