৪ দফা দাবী আদায়ের ব্যাপারে সুনির্দিষ্ট কোন সুরাহা না হলে আগামী ৪ মার্চ রবিবার সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২১৭৪) সিলেট বিভাগে আধাবেলা কর্মবিরতি পালন করবে। সকাল ৬টা থেকে বেলা ২ টা পর্যন্ত কর্মসূচি চলাকালে জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে। গত (২৪ ফেব্র“য়ারি) বিকেলে হবিগঞ্জের তেলিয়াপাড়াস্থ কার্যালয়ে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন (রেজি নং-২১০০)-এর পূর্বাঞ্চলীয় কমিটির জরুরী বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। শ্রমিক ফেডারেশন-এর পূর্বাঞ্চলীয় কমিটির আহবায়ক এবং বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন (রেজি নং-২১০০)-এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়নের সিলেট বিভাগীয় সভাপতি মোঃ চেরাগ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, শ্রমিক নেতা এম জসিম উদ্দিন রানা, মোঃ রাজু ফারুকী, ফয়সাল মিয়া, আলমগীর আহমদ, মোঃ মনির হোসেন, বাদশা মিয়া, আইয়ুব আলী, বশির মিয়া, ওমর ফারুক, মোঃ সেলিম চৌধুরী, মোঃ সেলিম খান, আবুল কাশেম, বেনু মিয়া, নুরুল ইসলাম, মোঃ সুমন মিয়া প্রমুখ। পরিচালনা করেন শ্রমিক ফেডারেশন-এর পূর্বাঞ্চলীয় কমিটির প্রধান অফিস সহকারী মোঃ রকিব হাসান।
সভায় ঘোষিত শ্রমিক ফেডারেশন-এর সিলেট বিভাগীয় ইউনিয়নভূক্ত শ্রমিকদের স্বার্থে উপরোক্ত ৪ দফা ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায় বাধ্য হয়েই নিরিহ শ্রমিকরা ঘোষিত কর্মসূচির পরও ধারাবাহিক কর্মসূচি প্রদানে বাধ্য হবে। সভায় উপরোক্ত ৪ দফা দাবি আদায়ের ব্যাপারে সোমবার থেকে সিলেট বিভাগীয় কমিশনার, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি