গত বৃহস্পতিবার দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকে শান্তিপূর্ণ হরতাল চলাকালে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকায় স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশী হামলা, নেতা কর্মীদের উপর গুলি বর্ষণ, গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে আজ শনিবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য নেতা কর্মী ও সর্বস্তরের কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী শাহাব উদ্দিন বলেন, অবৈধ সরকার রাজনৈতিক উচ্চাবিলাষ চরিতার্থ করার জন্যই পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার অতি উৎসাহী ভূমিকা এবং সরকারের তাঁবেদারী মনোভাব এসব বাহিনীর সম্মানকে প্রশ্নের সম্মুখীন করছে। অবৈধ, অনির্বাচিত সরকারের গদি রক্ষার জন্য জনগণের বুকে গুলি চালানোর অসাংবিধানিক ও অমানবিক কাজ থেকে বিরত থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের তীব্র বাধা, হুমকী-ধমকী, জুলুম-নির্যাতন, গণগ্রেফতার সত্ত্বেও গণতন্ত্রকামী জনতা আন্দোলন অব্যাহত রেখেছে। এই অবৈধ, ফ্যাসিস্ট, ন্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত গণতন্ত্রকামী জনতা আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামীকাল শনিবার সিলেটে হরতাল সফল করার জন্য কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে শেষে মিছিলটি ভোলাগঞ্জ পয়েন্টে গিয়ে শেষ হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সুজন মিয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন বতুল্লার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের আহবায়ক লাল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক আহমদ মেম্বার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলেমান তালুকদার, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া দোলা মেম্বার, যুবদলনেতা সাজ্জাদ হোসেন দুদু, ছাত্রদল নেতা জাকির হোসেন, মুহিবুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা এলাইছ, বদরুল ইসলাম, ময়না, বিএনপি নেতা ফখরুল মেম্বার, আব্দুর রাজ্জাক, জসিম উদ্দিন, নানু মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি