জামিয়া ইসলামিয়া দারুল কুরআন ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

67

নগরীর মজুমদারপাড়া, ঘাসিটুলায় কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল কুরআনের দস্তারবন্দী ও ইসলামী মহাসম্মেলন গত ২৪ ফেব্র“য়ারি শনিবার জামিয়া ময়দানে দুপুর ২টায় শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়েছে।
সম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করেন পীরজাদা মাওলানা সাঈদ আমিন বরুনা, দরগাহ মাদরাসা সিলেটের মুহতামিম মাওলানা মুফতী আবুল কালাম যাকারিয়া, জামিয়া ফারুকিয়াহ সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী, রাজাগঞ্জ মাদরাসা কানাইঘাটের মুহতামিম মাওলানা মমতাজ উদ্দীন বড়দেশী, মাওলানা আব্দুর রকিব সুনামগঞ্জ, মারকাজুল উলুম একাডেমী ইউকে’র চেয়ারম্যান মাওলানা শোয়েব আহমদ।
সম্মেলনর বিভিন্ন পর্বে জামিয়া ইসলামিয়া প্লাস্টো লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শায়খ তরীক উল্লাহ, বিয়ানীবাজারের রামধা মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আউলিয়া হোসাইন, ঘাসিটুলা জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী হাফিজ আব্দুর রউফ, কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের নির্বাহী সদস্য আলহাজ¦ মুখলিছুর রহমান, বোর্ডের ইন্তেজামিয়া কমিটির সহ সভাপতি আলহাজ¦ জাফর উদ্দিন চৌধুরীগণের সভাপতিত্বে দস্তারবন্দী ও ইসলামী মহাসম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও মাদরাসার প্রিন্সিপাল শায়খুল কুররা মাওলানা মুজ্জাম্মিল হোসাইন চৌধুরী।
কারী বিলাল আহমদ, কারী জাহাঙ্গীর আলম, কারী মোজাক্কির হোসাইন চৌধুরী যৌথ পরিচালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্তেজামিয়া কমিটির সভাপতি বাবর বক্স, বিশিষ্ট সমাজসেবী মোস্তফা কামাল, শেখ মোঃ মঈন উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর খান, রফিকুল আলম, আব্দুর রব, হাজী আব্দুল মতিন, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা কারী জুবায়ের আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা কারী সিকন্দর আলী, হাফিজ আবুল বাশার, শিক্ষক মোঃ জসিম উদ্দিন, শাহনুর আহমদ লিটু প্রমুখ। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি