সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, আমাদের প্রত্যেকে স্বল্প খরচে ও স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার পাশাপাশি নি¤œ আদালতের দীর্ঘ মামলার জট কমানোর জন্য গ্রাম আদালতকে আরো কার্যকর করতে জোরালো ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গ্রাম আদালত কার্যকরীকরণের মাধ্যমে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি এবং এর মাধ্যমে গ্রাম পর্যায়ে শান্তি-শৃংখলা নিশ্চিত করা সম্ভব। তিনি আরো বলেন, গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকবৃন্দকে ২৩টি নির্দেশনার মধ্যে ৯নং নির্দেশনায় গ্রাম আদালতকে সক্রিয়করণের নির্দেশনা প্রদান করেন। তারই আলোকে আজকের এই বিভাগীয় সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করবে।
বিভাগীয় কমিশনার ২৪ ফেব্র“য়ারি শনিবার সকালে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর আওতায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের যৌথ উদ্যোগে সিলেটে গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের গুরুত্ব ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় সরকার বিভাগ, সিলেটের পরিচালক মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিভাগীয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আবদুল হান্নান, সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এছাড়াও ইউএনডিপি এর পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর জাতীয় প্রকল্প সমন্বয়ক সরদার এম আসাদুজ্জামান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলমগীর হোসেন ও গীতা পাঠ করেন সুখেন্দু কুমার শর্মা। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জাকারিয়া। বিজ্ঞপ্তি