হবিগঞ্জে এসএমই পণ্য মেলা আজ শুরু

47

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
স্থানীয় স্বল্প সংখ্যক উদ্যোক্তার অংশ গ্রহণের মধ্য দিয়ে শনিবার হবিগঞ্জে শুরু হচ্ছে হবিগঞ্জে এসএমই পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নাসিব ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ মেলা ৭ দিনব্যাপী চলবে। শনিবার বেলা ১১টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণের নিমতলায় মেলার উদ্বোধন করবেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আযোজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় মোট ৩৯টি প্রতিষ্ঠান অংশ নিলেও স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান রয়েছে মাত্র ১৪টি। স্টল থাকছে ৫৫টি। প্রতিদিন ২ ঘন্টা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সময় বরাদ্দ রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, স্থানীয় অনেক ক্ষুদ্র উদ্যোক্তার সাথে বার বার যোগাযোগ করলেও তারা কোন আগ্রহ দেখাননি। এদের মধ্যে মাধবপুরের পানির ফিল্টার শিল্পোক্তাদের সাথে অনেক বার যোগাযোগ করে সব ধরণের সুবিধা দেয়ার আশ্বাস দিলেও তারা মেলায় অংশ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। অপরদিকে দেশের বিভিন্ন স্থান থেকে এসএমই উদ্যোক্তারা মেলায় স্টল বরাদ্দ নিতে নিজ উদ্যোগে যোগাযোগ করছেন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, বিসিকের এজিএম মো. জাহাঙ্গীর আলম সরকার।