ফেঞ্চুগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুট

15

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে করে নিয়ে যায়। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ইলাশপুর গ্রামের আজির উদ্দিন নামে ওই প্রবাসী বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির ঘটনায় আক্রান্ত প্রবাসী আজির উদ্দীন জানান, শুক্রবার রাত ৯টায় তিনি সপরিবারে দেশে আসেন। প্রায় ১০ বছর পর তিনি ১০ সদস্যের পরিবার নিয়ে বাড়িতে আসেন। ঘটনার রাতে একদল ডাকাত দল বাড়ীর কলাপসিবল গেইট দেশীয় অস্ত্রের মাধ্যমে ভেঙ্গে বাড়ীর শয়ন কক্ষের দরজা ভেংঙ্গে ঘরে প্রবেশ করে মুখোশপড়া ৭/৮ জনের ডাকাত দল। বিভিন্ন অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে ডাকাত দল দুটি আলমীরা ও একটি সিন্দুক ভেংঙ্গে ৩২ ভরি স্বর্ণ, ৭ হাজার ইউরো, নগদ ৭ লক্ষ টাকা,৭ টি মোবাইল ফোনসহ মালামাল নিয়ে যায়। ডাকাতদল প্রায় ৪০ মিনিট বাড়ীতে অবস্থান করে। তিনি জানান, খবর পেয়ে গতকাল শনিবার সকালে ফেঞ্জুগঞ্জ থানার এস আই অমৃত কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জিঙ্গাসাবাদের জন্য আরিফ (৩০) নামের বাড়ীর কাজের লোককে নিয়ে এসেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ সার্কেল সাইফুল ইসলাম। ডাকাতির শিকার পরিবারের সূত্রে জানা গেছে, এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুন হক বলেন, ঘটনার পর বাড়ির তত্ত্বাবধায়ককে আটক করা হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।