স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিয়ন্ত্রণহীন। সর্বশেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ২ শতাধিক ব্যক্তি শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ছাড়িয়ে গেছে ১৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের নমুনা পরীক্ষা করা হয় ১১৭৯টি। এর মধ্যে ২০৯ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। শনাক্তের হার ১৭.৭৩ ভাগ। শনাক্তদের মধ্যে ১৪৭ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ২৯ জন ও হবিগঞ্জের ২৬ জন রয়েছেন। বর্তমানে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৬৪ জন।
গত ২৪ ঘন্টায় মাত্র ১০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সবমিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫০ হাজার ১৮৫ জন। সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৮৬ জন।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শুরু থেকে সিলেটে করোনা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে।