স্টাফ রিপোর্টার :
দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণায় সিলেটে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংর্ঘষের ঘটনার পর থেকে অভিযান চালিয়ে ৩৫ নেতাকর্মী-সমর্থককে গ্রেফতার করেছে জেলা ও মহানগর পুলিশ। বৃহস্পতিবার রাতভর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, মহানগরীর ৬ থানা এলাকা থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃৃতদের অনেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এছাড়া জেলার ১১টি থানা এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার। আটককৃতরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থক বলেও জানান তিনি।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গত বুধবার ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে জামায়াতে দু’জনসহ বিএনপির ৬৮ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরও আগেও ৭২ ঘণ্টার অভিযানে গ্রেফতার হন ৬৫ জন।