লাখাইয়ে সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৭

24

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের লাখাই উপজেলায় গ্রাম্য সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মুড়িয়াউক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সাবেক চেয়ারম্যান ছাড়াও গ্রেফতারকৃতরা হলেন- মুড়িয়াউক ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে গনি মিয়া (৪০), একই গ্রামের হিরা মিয়ার ছেলে মহিউদ্দিন (২৮), মো. ছলিম উল্লা (৪৫), মুড়িয়াউক গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪২), একই গ্রামের রফিক মিয়া (৬২) ও রফিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪)
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বলেন, উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালেও তারা সংঘর্ষে লিপ্ত হলে দুইজন আহত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ৭ জনকে গ্রেফতার করে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।