আয়েশা সিদ্দিকা আতিকা
রাত যখন নিকষ কালো
সব নিশ্চুপ হয়
থেমে যায় কোলাহল তাই
লাগে মনে ভয়!
একটু পরে আঁধার কালো
পালিয়ে যাবে দূরে
প্রভাত ধেয়ে আসবে যে
আজানের মধুর সুরে।
পাখির কিচির মিচির ডাক
করে কুহু কুহু
গাছের ডালে বসে তারা
জপে আল্লাহ আল্লাহু।
এমন করে দিন শেষে
আসবে রাত ফিরে
চলে যাবো মৃত্যুর দোয়ারে
এমনি ধীরে ধীরে।