ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছেন সিলেটবাসী – আমীর খসরু

24

স্টাফ রিপোর্টার :
খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার রায়ের মাধ্যমে সরকার ক্ষমতায় যাওয়ার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছেন সিলেটবাসী- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সোমবার রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, সিলেটবাসী তাদের মনের কথা বলে দিয়েছেন। মিথ্যা মামলার মাধ্যমে বর্তমান সরকার জনগণের পছন্দ কেড়ে নিতে চায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের যে বিকল্প পছন্দ তা তারা কেড়ে নিতে চায়। সিলেটবাসী এরই প্রতিবাদ করেছেন।
আমীর খসরু আরো বলেন, যদিও খালেদা জিয়া মাজার জিয়ারত করতে এসেছেন, তবে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সিলেটের জনগণ তাদের মনের কথা প্রকাশ করেছে। পথে পথে টিয়ারশেল নিক্ষেপ লাঠিচার্জ করা হয়েছে। এরপরও জনগণ উপস্থিত হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে লেভেল প্লেইং ফিল্ড নেই। একদলের ইচ্ছায় রাজনীতি পরিচালিত হচ্ছে। তারা একতরফাভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। অন্য কোনো রাজনৈতিক দলের সেই সুযোগ এখন আর নাই।
বিএনপির এই নেতা আরো বলেন, ‘দেশের মানুষ আজ গণতন্ত্র থেকে বঞ্চিত। সিলেটবাসী চান, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাক, গণতন্ত্র ফিরে পাক, দেশের সব নাগরিকরা তাদের অধিকার ফিরে পাক, আইনের শাসন ফিরে পাক। সবচেয়ে বড় কথা হলো, জীবনের স্বাধীনতা ফিরে পাক।’
‘বিশৃঙ্খলা সৃষ্টির জন্য খালেদা জিয়া প্লেনে না গিয়ে গাড়িতে সিলেট গেছেন-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রেক্ষিতে আমীর খসরু মাহমুদ বলেন, আমাদের নেত্রী যেদিকে যান সেখানে নিজ থেকেই লাখো জনতা রাস্তায় নেমে আসে। যেটা হয়তো অন্য দলের নেত্রীর পক্ষে সম্ভব হয় না। এ নিয়ে তারা যে ভাষায়-ই বলুন না কেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই।