লাখো মানুষের ভালোবাসায় অন্তিম শয়নে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়্যুব বখত জগলুল

58

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
লাখো মানুষের সক্রিয় অংশগ্রহণে নামাযে জানাযা শেষে নিজ শহর সুনামগঞ্জের আরপিননগরস্থ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়্যুব বখত জগলুল। শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ স্টেডিয়াম মাঠে হবিগঞ্জ মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের শীর্ষস্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও জেলার সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ তার নামাজে জানাযায় অংশগ্রহণ করেন। জানাযায় ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান দরগাহপুরী। এর আগে সকাল ১০টায় সুনামগঞ্জ পৌরচত্বরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা মরহুম মেয়রের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারযোগে নিজ বাসভবনে লাশ পৌছার খবরে সুনামগঞ্জ শহরের আরপিননগরস্থ বাসভবনে ছুটে আসেন জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ সদর আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ, জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খাঁন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ¦ আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক আহমদুজ্জামান হাসান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খায়রুল হুদা চপল, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ হোসেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। তারা মরহুমের বাসভবনে গিয়ে মেয়রের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি শুক্রবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রয়াত মেয়রের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম ও জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম শেফুর পরিচালনায় স্টেডিয়ামের সংক্ষিপ্ত শোকসভায় মেয়রের ভাই হাজী ইয়াকুব বখত বহলুল,মেয়র পুত্র রাদ বখতসহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, আয়্যুব বখত জগলুল ছিলেন সুনামগঞ্জের রাজনীতির এক মহীরুহ। সততা সম্প্রীতির প্রতীকসহ তিনি ছিলেন আওয়ামীলীগ রাজনীতির মারাত্মক সংগঠক। মহকূমা সদরে দুর্দিনে আওয়ামীলীগকে ধরে রাখতে একমাত্র কান্ডারী ছিলেন তিনি। তার মৃত্যুতে মূলধারার আওয়ামীলীগের নেতৃত্বের যে মারাত্মক শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনও পূরণ হবার নয়।