দূরীভূত অন্ধকার

2

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের প্রাক্কালে প্রধানমন্ত্রী বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, দেশের একটি ঘরও অনালোকিত অর্থাৎ অন্ধকারে থাকবে না। মুজিববর্ষে বাংলার প্রতিটি ঘরে জ্বলবে আলো। আর কে না জানে যে, আলো মানেই দূরীভূত অন্ধকার। এই আলো প্রকৃতপক্ষে জ্ঞানের আলো। মন ও মননের বহ্নিশিখা, যা মানুষের চিন্তা-চেতনাকে প্রতিনিয়ত শাণিত করে, বুদ্ধিদীপ্ত ও মননশীল করে গড়ে তোলে। দেখায় মুক্তি, যুক্তি ও প্রজ্ঞার পথ। দূর করে কুসংস্কার, গোঁড়ামি ও সামাজিক অচলায়তন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় এর চেয়ে আকাক্সিক্ষত আর কি হতে পারে! আর বিদ্যুৎ মানেই নতুন শিল্প-কারখানা, ক্ষুদ্র ও কুটির শিল্প, আধুনিক চাষাবাদসহ সর্বদা সচল অর্থনীতির চাকা। বর্তমানে দেশে ১৪৬টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেগুলোর মধ্যে ৪টি আপাতত বন্ধ। মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ২৩৫ মেগাওয়াট।
ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদনে চাহিদা অনুপাতে প্রায় শতভাগ সক্ষমতা অর্জনের পর বাংলাদেশ এবার ভারতে বিদ্যুৎ রফতানির আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে। আগামীতে দুটি বড় কয়লাভিত্তিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করলে চাহিদার তুলনায় অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন হবে দেশে। সেদিকটি মাথায় রেখেই মূলত মুজিববর্ষে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার বিপুল আয়োজন। তবে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন পর্যন্ত ডিজেল ও কয়লাভিত্তিক হওয়ায় উৎপাদন খরচ অনেক বেশি পড়ে। তদুপরি এগুলো পরিবেশবান্ধব নয়। সে অবস্থায় সর্বাধিক গ্রহণযোগ্য, পছন্দনীয় ও পরিবেশবান্ধব হতে পারে নেপাল ও ভুটানে যৌথভাবে জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করে বিদ্যুৎ উৎপাদন ও পারস্পরিক আমদানি-রফতানি। নেপাল ইতোমধ্যে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সেদেশে জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব সরকারী ও বেসরকারী উভয়ই হতে পারে। এ বিষয়ে দু’দেশের মধ্যে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে কারিগরি কমিটির আনুষ্ঠানিক বৈঠকও হয়েছে। তদুপরি তা পরিবেশবান্ধব তো নয়ই, বরং পরিবেশ দূষণসহ ডেকে আনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়। যে কারণে বাংলাদেশও এখন কয়লা ও ডিজেল বাদ দিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প জ্বালানির উৎস খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। যার মধ্যে অন্যতম জলবিদ্যুৎ, সৌর ও বায়ুবিদ্যুৎ। এর মধ্যেও সর্বাধিক প্রাধান্য দেয়া হয়েছে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানে যৌথভাবে জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করে তা দেশে এনে ব্যবহারের ওপর। এতে সাশ্রয়ী দামে যেমন জলবিদ্যুৎ পাওয়া যাবে, তেমনি তা হবে পরিবেশবান্ধব।