কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লোভাছড়া পাথর মহালের ভালুকমারা চরে চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে মঈন উদ্দিন (৪০) নামে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মঈন উদ্দিন উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ভাল্লুকমারা গ্রামের দরিদ্র শরিফ উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সোমবার বেলা দেড়টার দিকে লোভাছড়া পাথর কোয়ারীর ভাল্লুকমারা থেকে পাথরবাহী একটি ট্রাক্টর পাথর আনলোড করে ফেরার পথে ড্রাইভার বেপরোয়া গতিতে ট্রাক্টর চালানোর কারণে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে গাড়ীর হেলপার মঈন উদ্দিন গুরুতর রক্তাক্ত আহত হয়। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের এসআই সনজিত কুমার হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশের ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ট্রাক্টরের হেলপার মঈন উদ্দিন ৫ সন্তানের জনক। কোয়ারী এলাকায় দিন মজুরের কাজ করে তার পরিবারের ভরণ পোষণ চলত। ট্রাক্টরের ড্রাইভার স্থানীয় সাঊদগ্রামের বারুত মিয়ার পুত্র জাকারিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে।