শীতার্তদের কষ্টের সময় বিবেকবান মানুষ বসে থাকতে পারে না – মাওলানা ফরিদ চৌধুরী

58

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উরিদ উদ্দিন চৌধুরী বলেছেন সারাদেশে প্রচন্ড শীতে দরিদ্র, অসচ্ছল, অসহায় মানুষ যখন কষ্ট পাচ্ছে তখন কোন বিবেকবান স্বচ্ছল মানুষ হাত গুটিয়ে বসে থাকতে পারে না। প্রত্যেক স্বচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব হলো সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসা। সেই দায়িত্ব পালনে এগিয়ে এসেছে ‘মরহুম আজির উদ্দিন স্মৃতি পরিষদ’। এ সময় তিনি উক্ত পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ও মানবসেবায় তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মাওলানা ফরিদ উরিদ উদ্দিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মির্জারগড় এলাকায় ‘মরহুম আজির উদ্দিন স্মৃতি পরিষদ’র উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পরিষদের সভাপতি আশরাফ সিদ্দিকী সুহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং কানাইঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শরীফ আহমদ।
পরিষদের সেক্রেটারী হোবায়েদ আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সুলতান মোহাম্মদ সাদিকুর রহমান, রুহুল আমীন ঝিনুক, মিসবাহ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি