শিমু হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী রুমন কারাগারে

21

স্টাফ রিপোর্টার :
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বিকেলে সহকর্মীদের হাতে খুন হওয়া মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু (৩২) হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী রুমন মিয়াকে (২৮) কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার দুপুরে পুলিশ ধৃত আসামীকে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেন। এ সময় আদালতে মামলার আইও বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেব ধৃত রুমন মিয়ার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আম্বরখানা দর্শন দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃত রুমন মিয়া জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামের ফয়ছল মিয়ার পুত্র। বর্তমানে সে নগরীর আকলখোয়া বাদাম বাগিচা আবাসিক এলাকার বাসিন্দা।
বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেব জানান, প্রাথমিক তদন্তে ধৃত রুমন মিয়া এ ঘটনায় জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। তিনি জানান, ধৃত রুমন মিয়া এ মামলার এজাহারনামীয় ৮ নং আসামী। এ হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনের জন্য তার বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।