জগন্নাথপুরে আগে ভাগেই বেড়িবাঁধের কাজ শুরু, কৃষকদের মাঝে স্বস্তি

26

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে এবার সময়ের আগেই হাওর রক্ষা বেড়িবাঁধের কাজ শুরু হওয়ায় কৃষকদের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করছে।
জানা গেছে, গত এক সপ্তাহ আগে নলুয়ার হাওর পোল্ডার-২ নামক স্থানে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়। দ্রুত চলছে মাটি ভরাট কাজ। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, ২টি এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছে। এ সময় বাঁধের কাজ পাওয়া পিআইসি কমিটির সভাপতি রাণীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম বলেন, আমরা এবার সবার আগে কাজ শুরু করেছি। আশা করছি সবার আগেই শেষ করবো। এবার নদী ভাঙ্গনের কবলে থাকায় প্রায় ১৫শত ফুট বাঁধ নতুন করে নির্মাণ করতে হচ্ছে। বাকি বাঁধ মেরামত কাজ করতে হবে। এতে সরকারি বরাদ্দ মাত্র ১০ লক্ষ টাকা পেয়েছি। তা দিয়ে কাজ শেষ করা সম্ভব হবে কি না এ নিয়ে তিনি সংশয় প্রকাশ করছেন।
প্রসঙ্গত-গত বছর বিনা বাধায় এ হাওর তলিয়ে ফসল হানি হয়েছিল। তখন এ বাঁধের ঠিকাদারী প্রতিষ্ঠান কোন কাজ না করায় বিনা বাধায় পুরনো ভাঙন দিয়ে পানি ঢুকে হাওর তলিয়ে যায়। এছাড়া নলুয়ার হাওর সহ অন্যান্য হাওর ডুবিতে ফসল হানি হয়। যে কারণে এবার সময়ের আগেই এ বাঁধে কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে-এবার সময়ের আগে বেড়িবাঁধের কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি বিরাজ করতে দেখা যায়।