পৌণে ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি ॥ বিআরটিএ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা পংকি খান সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

33

স্টাফ রিপোর্টার :
বিআরটিএ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতাসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় পৌনে দুই কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় এ চার্জশিট দেয়া হয়। গত বৃহস্পতিবার তদন্তকারী কর্মকর্তা পলাতক থাকা দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আদালতে।
চার্জশিটে অভিযুক্তরা হলেন- জগন্নাথপুর উপজেলার তিলক গ্রামের রূপা মিয়া, বিশ্বনাথ উপজেলার মজলিশ ভোগশাইল গ্রামের আওয়ামী লীগ নেতা পংকী খান, সুনামগঞ্জ শহরের ১৫ হাজীপাড়ার মুরশেদ আলম বেলাল, প্রান্তিক ৮৫ হাছননগরের রোমান রায়হান, সিলেট বিআরটিএ’র কর্মকর্তা এনায়েত হোসেন মন্টু, আবদুর রব ও কেশব কুমার দাস।