জামালগঞ্জে সার ডিলারকে মিথ্যা হয়রানি করার বিরুদ্ধে অভিযোগ

32

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনার বাঁক ইউনিয়নের খুচরা সার ডিলার সানোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার কারণে। উপজেলা কৃষি অফিসার বরাবরে পাল্টা অভিযোগ দাখিল করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পাল্টা অভিযোগ দাখিল করেন সার, বীজ ও কীটনাশক ডিলার সানোয়ার হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৩৮ (২০) স্মারক মূলে উপজেলার সার, বীজ, মনিটরিং কমিটির সিদ্ধান্তে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে সার বিক্রয় করতে সরকার অনুমতি প্রদান করেন।
৫নং ওয়ার্ডের কৃষকদের সর্ব সাকুল্যে সুবিধার্থে কৃষকরা স্থানীয় লক্ষ্মীপুর বাজারে সার ক্রয় করতে আগ্রহী।
ফেনার বাঁকের রহিছ উদ্দিন চৌঃ গত ১২ ডিসেম্বর আমার বিরুদ্ধে ২৭জন স্বাক্ষরিত মিথ্যা অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগে রহিছ উদ্দিন চৌঃ ৩জন ছেলে ৫জন ভাতিজা ৫ জন শ্রমিক সহ বাকী ১৪ জনের স্বাক্ষর জালিয়াতি করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেন। আমি ডিলার হিসেবে বিগত চার বছর যাবৎ স্থানীয় লক্ষ্মীপুর বাজারে ব্যবসা করে আসছি মিথ্যা অভিযোগের কারণে সম্মানের উপর আঘাত হেনেছে মিথ্যা অভিযোগ ও জাল স্বাক্ষর কারীকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।