আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দিরাই উপজেলার স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী খুনের মামলার প্রধান আসামী এহিয়া সর্দারকে সিলেট হতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টায় জালালাবাদ থানার মাসুক বাজার এলাকা থেকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ,দিরাই থানা সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার ও জালালাবাদ থানা ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। ভোরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেফতারকৃত খুনী এহিয়াকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারকৃত এহিয়া পুলিশের কাছে মুন্নীকে খুন করেছে মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আত্মস্বীকৃত খুনী এহিয়া সর্দার উপজেলার সাকিতপুর গ্রামের সুদ ব্যবসায়ী জামাল উদ্দিন সরদারের পুত্র। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান এক সংবাদ সম্মেলনে এহিয়া আটকের সত্যতা নিশ্চিত করে বলেন সুনামগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশের মধ্যে সবসময়ই ভাল। আমরা কোনমতেই এ ঐতিহ্যকে ম্লান হতে দেব না। যখন যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেখানেই পুলিশের তৎপরতা তাৎক্ষণিকভাবে শুরু হবে।
অন্যদিকে মঙ্গলবার সকাল ১১টায় মুন্নী খুনের মামলার দ্বিতীয় আসামী তানভীর আহমদ চৌধুরীকে গ্রেফতারের পর জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে খুনী প্রেমিক এহিয়া ও তার বন্ধু তানভীরকে আসামী করে দিরাই থানায় হত্যা মামলা নং ১০ তাং ১৮/১২/২০১৭ইং দায়ের করেন মুন্নীর মাতা রাহেলা বেগম। মামলা এফআইআরের পর দিরাই থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্থানীয় কলেজ রোডস্থ বাসভবন থেকে এজাহারভূক্ত আসামী তানভীর আহমদকে আটক করে। গ্রেফতারকৃত তানভীর পৌর সদরের আনোয়ারপুর নয়াহাটি গ্রামের বাসিন্দা আবুল কালাম চৌধুরীর ছেলে। তানভীরদের পাশেই মুন্নী আক্তারের পরিবার বসবাস।