পাঠকরাই হচ্ছেন পত্রিকার প্রাণ – এমপি মুনিম চৌধুরী

51

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, হবিগঞ্জসহ নবীগঞ্জ ও বাহুবল উপজেলার অগনিত পাঠকরাই হচ্ছেন দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার প্রাণ। আপনাদের কারণেই এর পথ চলা। এই পত্রিকা আমাদের নয় এই পত্রিকা আপনাদের সকলের। আপনাদের অকুণ্ঠ ভালোবাসায় সময় পত্রিকা ইতিমধ্যেই ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। আপনাদের ভালোবাসা এ রকম অব্যাহত থাকলে সময় পত্রিকা অবশ্যই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, একটি পত্রিকা মানুষের মনের ভাষা প্রকাশ করে। আগামীতে আরো বেশী করে সাধারণ মানুষের সমস্যাসহ সমাজের বিভিন্ন অনিয়ম অভিযোগের খবর বেশী করে প্রকাশ করতে হবে। তিনি গত সোমবার বেলা ১২টায় নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। সম্পদক মোঃ আলাউদ্দিন বলেন, আমি মুখে আন্তরিকতা দিয়ে আপনাদের খুশী করতে পারবো না। আজকে প্রধান অতিথিসহ বক্তাদের পরামর্শ অনুযায়ী আগামীতে সময় পাঠকের চাহিদা পূরণে আরো সচেষ্ট থাকবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন ও গীতা পাঠ করেন ইউপি সদস্যা শিবু রাণী দেব। দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, উপজেলা জাসদের সভাপতি, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, বাউসা ইউনিয়নের স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, দেবপাড়া ইউপির চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ, জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালিক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক কাজী মোঃ ওবায়দুল কাদের হেলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ এমরান মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি নাসির আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর যুবারজ গোপ, উপজেলা প্রাইমারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, স্টার ফিউচার কে.জি এন্ড হাই ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ও সাংবাদিক এডভোকেট ফরিদ আহমদ শিকদার, ওসমাণী স্মৃতি পরিষদ নবীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বদরুজ্জামান ছানু, হবিগঞ্জ জেলা হকার্স সমিতির সভাপতি আশরাফুল ইসলাম সবুজ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইউপি মেম্বার ধনেশ্বর বিশ্বাস, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন, জিটিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতাহের আলী ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ এন আলী এহিয়া, রুস্তুমপুর মাদ্রাসার সহ-সুপার মাওলানা ইদ্রিস আলী, কাজী হাসান আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, মোঃ আবু তালেব, শাহ মিজানুর রহমান, আলী হাছান লিটন, বুলবুল আহমদ, তছনু চৌধুরী, ছনি চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার, তৌহিদ চৌধুরী, এস.এম কামরুল, দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার বানিয়াচঙ্গ প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, নবীগঞ্জের একমাত্র এজেন্ট বিশ্ব সংবাদ বিতানের মোঃ মোশাহিদ আলী, লতিফিয়া সাহিত্য পরিষদের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ লায়েক, আব্দুল মোহিত রাসেল, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জমসের আহমদ, রেজাউল করিম, মোঃ গুলজার মিয়া, জামাল তালুকদার প্রমুখ।