কানাইঘাট থেকে সংবাদদাতা :
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে কানাইঘাটে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ওকাপ অফিস থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে বিআরডিবি হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যান, বিদেশ ফেরত অভিবাসী কর্মী ও তাদের স্পাউস এবং ওকাপের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালী পরবর্তী আলোচনা সভায় ওকাপে’র প্রজেক্ট ম্যানেজার শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমেদ, দীঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সদর ইউপি ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদেশ ফেরত অভিবাসী কর্মী বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুর রশিদ, নূর আহমদ, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওকাপ কানাইঘাট শাখার ট্রেইনার ফারহানা চৌধুরী। উপস্থিত ছিলেন, সাতবাঁক ইউপি সদস্য আলহাজ¦ শাব্বির আহমদ, হেলাল উদ্দিন মামুন, ওকাপে’র প্রজেক্ট মনিটরিং অফিসার মোঃ রবিউল ইসলাম এবং সকল ইউনিয়নের মাঠকর্মীবৃন্দ।