এপেক্স ক্লাব মানবতার কল্যাণে কাজ করছে ——— হুইপ শাহাব উদ্দিন

110

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। আর্ত পীড়িত মানুষের কল্যাণ সাধনে এপেক্স ক্লাব তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি এপেক্স ক্লাব মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এপেক্স ক্লাব অব বিশ^নাথের উদ্যোগে এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৪ এর ৩৩তম জেলা সম্মেলন ‘সোলেমান এপেক্স’-এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা গভর্ণর-৪ এপেক্সসিয়ান মিছবাহুর রহমান আলম এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ খুরশিদ উল আলম অরুন, সহ-সভাপতি এপেঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, সদ্য অতীত জাতীয় সভাপতি এডভোকেট এপেঃ রেজাউল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল.জি, পিএনপি এপেঃ আব্দুল খালিক এডভোকেট, এল.জি, পিএনপি এপেঃ ডাঃ জবিউল হোসাইন, এল.জি, পিএনপি এপেঃ আনিসুজ্জামান শাথিল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মাদ লালা, এল.জি এপেঃ এ.কে.এম শমিউল আলম এডভোকেট, এপেঃ ডাঃ নিলুফা পারভীন, জেলা-৮ এর গভর্ণর এপেঃ এনামুল হক মিলন, পিএনপি এপেঃ রমিজ উদ্দিন, পিএনপি এপেঃ চন্দন দাশ, পিডিজি-৪ এপেঃ আক্তার হোসেন খান, এপেঃ জাহাঙ্গীর আলম খুর্শেদ, এপেঃ এম.এ কুদ্দুছ এডভোকেট, জাতীয় সচিব এপেঃ জিল্লুর রহমান, এপেঃ আতিকুর রহমান শাবু এডভোকেট, এপেঃ এমদাদুল হক এডভোকেট।
এপেক্সিয়ান মাসুম আহমেদ এডভোকেট, এপেঃ শাহেদ আহমদ ও এপেঃ ইফতেখার মনি’র যৌথ উপস্থাপনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান এডভোকেট মুফতী আব্দুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ৩৩তম জেলা সম্মেলনের চেয়ারম্যান এপেঃ বদরুল আহমদ চৌধুরী এডভোকেট। দিনব্যাপী সম্মেলনের ২য় পর্বে অনুষ্ঠিত হয় বিজনেস সেশন। বিজ্ঞপ্তি