ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে তাজপুর ডিগ্রী কলেজে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে ঘটনার সূত্রপাত হয়। পরে ছাত্রলীগের দু’গ্র“পের নেতাকর্মীরা সিলেট-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেন। ইটপাটকেলের আঘাতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হলেও কোনো গ্র“পের নেতাকর্মীরা আহতের নাম প্রকাশ করেননি। এ সময় ছাত্রলীগের উভয় গ্র“পের নেতাকর্মীরা মহাসড়কে প্রকাশ্যে দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দু’গ্র“পের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, কলেজ ছাত্রলীগের এক গ্র“পে ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন দেব, সোলেমান খান ও রনি পাল এবং অপর গ্র“পে নেতৃত্ব দেন কলেজ ছাত্রলীগ নেতা নবিদ আলী সেলিম, উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদও মুহিবুর রহমান। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যাহ বলেন, কলেজ ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে।