তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরগড়ের যাদুকাটা নদী থেকে ৩২ ঘন ফুট ভারতীয় গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
এর আগে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, সীমান্ত পিলার ১২০৩/২-এস এর কাছ থেকে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী দিয়ে বাংলাদেশে পাচারকালে ৩২ ঘনফুট ভারতীয় গোল কাঠ জব্দ করে সীমান্তে টহলরত সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১২ হাজার টাকা।
এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গোল কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় নদী থেকে কাঠগুলো জব্দ করে।
এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।