শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন-ইন্টারনেট ও মোবাইলের অপব্যবহার এবং আকাশ সংস্কৃতির আগ্রাসনে নতুন প্রজন্ম আজ দিগ্্ভ্রান্ত। এহেন অবস্থায় সুস্থ সংস্কৃতি চর্চা এবং ইন্টারনেটের সু-ব্যবহারের মাধ্যমে শিশু কিশোরদের মেধা ও মননীলতার বিকাশ ঘটাতে হবে।
মাওলানা লুৎফুর রহমান হুমায়দী গত ৯ নভেম্বর সিলেট আইডিয়াল মাদ্্রাসার (পূর্বনাম সিলেট ক্যাডেট মাদরাসা) সবুজবাগ ক্যাম্পাস ও হিফজ বিভাগের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্্রাসার প্রিন্সিপাল ড. এ এইচ এস সোলায়মানের সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ’র পরিচালনায় সকাল ৯.৩০ টায় সিলেট আইডিয়াল মাদ্্রাসা সবুজবাগ ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, বিশিষ্ট চিকিৎসক ডা: মাশুকুর রহমান, সিলেট আইডিয়াল মাদরাসা কার্যবাস্তবায়ন কমিটির আহবায়ক বিশিষ্ট সমাজসেবী জুবায়ের রকীব চৌধুরী, গভর্ণিং বডির অন্যতম সদস্য ও দি সিলেট ফাউন্ডেশনের সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‘ওমর ফারুক একাডেমি’-বিশ^নাথ-এর প্রধান শিক্ষক মর্তুজা আলী, সবুজবাগ এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সালেহ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিলেট আইডিয়াল মাদরাসা সবুজবাগ ক্যাম্পাসের ইনচার্জ নাজিম উদ্দিন, হিফজুল কুরআন বিভাগের প্রধান হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
মাদরাসার হিফজ বিভাগের ছাত্র তানভীর আহমদ রাহীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অত:পর ইসলামী সঙ্গীত পরিবেশন করে ক্ষুদে শিল্পী আহনাফ মোহতাদী। স্বাগত বক্তব্য পেশ করেন মাদরাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মান। নূরানী বিভাগের ছাত্ররা আল্লাহ তায়ালার ৯৯ নামের উপর নূরানী প্রদর্শনী করে এবং তারা সুরে সুরে মাসআলা প্রদর্শন করে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাশআরী এবং নাজমুস সাকীবের কন্ঠ অনুসরণ করে তেলাওয়াত পেশ করে মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ফজলে রাব্বী সামির ও আব্দুল্লাহ আল-নাফী। অনুষ্ঠানে ইংরেজী বক্তব্য পেশ করে হিফজ বিভাগের ছাত্র সাকিব আলতাফি এবং আরবীতে বক্তব্য পেশ করে হিফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল হাসান, ইংরেজী কবিতা আবৃতি করে ২য় শ্রেণির ছাত্রী নাঈমা বেগম। মাদরাসা সঙ্গীত (কোরাস) পরিবেশন করে মাদ্্রাসার নিজস্ব শিল্পী গোষ্ঠী তারান্্নুম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট থেকে পুরস্কার প্রাপ্ত কিশোর শিল্পী মাদ্্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র হিফজুর রহমান। বিজ্ঞপ্তি