বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ ॥ বঙ্গমাতায় রামপ্রসাদ ও বঙ্গবন্ধুতে হোসেন বখত-ফরিদা বখত সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন

53

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ এর সিলেট বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হয়েছে।
বঙ্গমাতা টুর্ণামেন্টে জৈন্তাপুর উপজেলার রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বঙ্গবন্ধু টুর্ণামেন্টে সুনামগঞ্জের সদর উপজেলার হোসেন বখত ও ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিভাগ চ্যাম্পিয়ন হয়।
জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে সকাল সাড়ে নয়টায় বঙ্গমাতা এবং সাড়ে এগারোটায় বঙ্গবন্ধু ফাইনাল অনুষ্ঠিত হয়। দুপুর বারোটা পনের মিনিটে অনুষ্ঠিত হয় জাঁকজমক পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক কামরুল আহসান বিপিএম, সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা সিলেটের উপ-পরিচালক তাহমিনা খাতুন। সিলেট সদর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথ ও আখালিয়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল আক্তারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পিটিআইয়ের সুপারিটেনডেন্ট শামীম আরা বেগম, সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজীদ খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মোন্তাকিম, উপজেলা শিক্ষা অফিসার নাহিদ পারভীন, পিটিআই ইন্সট্রাক্টও অপর্ণা সরকার, ইউআরসি ইন্সট্রাক্টর আনিছুজ্জামান ভূঁইয়া।
ধাারাভাষ্য ও খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. রোমান মিয়া, দিলীপময় দাশ চৌধুরী, সুভাষ চক্রবর্তী, সোহেল রানা, আশরাফুল আলম, মুসলিমা বেগম, প্রধান শিক্ষক গণেশ পাল দীপু, সেগুপ্তা কানিজ আক্তার, শাহজাদী খানম, অপূর্ব দাস, শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক বিমল দাস, নিকেতন দাস, নীলকন্ঠ দাস, আব্দুল হাই, মৃদুল দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি