দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে – নাছির চৌধুরী

38

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটিন সদস্য, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী ভাটিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মার্চের সঙ্কটে জিয়াউর রহমানের উদয় হয়েছিল আলোক বর্তিকা হাতে। স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়ে একটি জাতিকে সংগ্রামের দিকে ধাবিত করেছিলেন, সেই আলোর মর্শাল পথ দেখিয়েছিল উত্থাল জনতাকে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার মিলিত প্রতিরোধে ৫৫ হাজার বর্গমাইলের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছিলেন সেই জিয়াই। সেদিনের জাতীয় ঐক্য ও স্বাধীনতাপ্রিয় মানুষের মিলিত সংগ্রাম আমাদেরকে জাতি হিসেবে বেঁচে থাকার দুর্বার প্রেরণা যুগিয়েছিল। ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীতে জিয়ার আদর্শ বুকে লালন করতে হবে। জিয়ার দেখানো পথে হেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশে একটি নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে। আগামী নির্বাচনে ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে।
সোমবার বিকেলে ভাটিপাড়া বাজারে সাবেক ইউপি ছাত্রদলের সভাপতি তারেক মনোয়ার বকুলের সভাপতিত্বে ও ভাটিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, যুক্ত রাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, বিএনপি ক্যাম্ব্রীজ শাখার সাধারণ সম্পাদক শাহিন মিয়া, দিরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন দিরাই উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেরা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি বানেছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম দ্বীপ, ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সৈদুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মানিক সামাদ তালুকদার ছাত্রনেতা ওবায়দুর রহমান চৌধুরী মিশু, মাহবুবুর রহমান, টিএম ফখরুল, এসএম সায়েম, মেহেদী হাসান, নুর আহমদ, এসআর সোহাগ, মাহফুজ আহমদ চৌধুরী, আহমদ রাব্বি প্রমুখ।
সম্মেলনে গোলাম কিবরিয়া কে সভাপতি সজীব আহমেদ কে সাধারণ সম্পাদক ও আফজল হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ভাটিপাড়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।