কমলগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

68

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রবি ২০১৭-২০১৮ মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। শনিবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের ১৯৬২ জন কৃষকের মাঝে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়। তন্মধ্যে বোরো চাষী ১৩০০ জন, সরিষা চাষী ৬০০ জন, ভুট্টা চাষী ২৫ জন, মুগ ডাইল চাষী ৩৫ জন, বিটি চাষী ২ জনের মধ্যে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, চেয়ারম্যান ফজলুল হক বাদশা ইফতেখার আহমদ বদরুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। কৃষকদের মাঝে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শ্রী কুলচন্দ্র তাঁতী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন আহমদ প্রমুখ। বক্তরা বলেন, বর্তমান সরকার কৃষকের পরম বন্ধু। এ কারণেই আজ আমরা অতীতের চেয়ে কৃষি খাতে উন্নত হতে পেরেছি। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কৃষি খাতে এ উন্নতি হয়েছে।