ছাতকে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল সালিশকারীর

20

ছাতক থেকে সংবাদদাতা
ছাতকে দু’জনের ঝগড়া থামাতে গিয়ে জাহির আলী (৫৫) নামের একজন সালিশকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে একই পরিবারের ৩সদস্যকে আটক করে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি মঙ্গলবার বিকেলে নোয়ারাই ইসলামপুর এলাকার ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নোয়ারাই ইসলামপুর এলাকার জাহির আলীর পুত্র জুয়েল মিয়ার সাথে সমশের আলীর পূত্র জুবায়ের আহমদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে কিছু সময় পর জুয়েল মিয়া গ্রামের সমশের আলীর বািড়তে গিয়ে তার স্ত্রী-পুত্রকে মারপিট করে। এ মারপিটের খবর পেয়ে জুয়েল মিয়ার পিতা জাহির আলী ঘটনাস্থল পৌঁছে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। এ সময় লোকজনের ধাক্কায় তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত ছাতক সদর হাসপাতালে নেয়ার পর সেখানের কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করেন। সালিশকারী জাহির আলী মারা যাওয়ার সংবাদ পেয়ে থানা পুলিশ সমশের আলী ও তার স্ত্রী লিপিয়া বেগম এবং ছেলে ইফতেখারকে আটক করে থানায় নিয়ে আসেন এবং বুধবার দুপুরে আটককৃতদের সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করেন। ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ময়না তদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।