বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ আওয়ামীলীগের ঐতিহ্যবাহি সংগঠনের ধারা অব্যাহত রাখতে দেশের উন্নয়নে নেতাকর্মীদের কাজ করতে হবে। আওয়ামীলীগের সংগঠনে যারা নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন তারা দেশের উন্নয়নের অংশিদার। তৃণমূল নেতাকর্মীরা আজ তাদেরকে সহানুভূতির মাধ্যমে স্মরণ করছে। প্রয়াত নেতাকর্মীদের কাছে জনগণের প্রাপ্য দাবী দাওয়া প্রদান করতে তিনি আশ্বাস প্রদান করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ভোগের রাজনীতি পরিত্যাগ করে ত্যাগের রাজনীতি করতে হবে। ৫০ বছর পূর্তি উদযাপন করতে চাই আমরা। আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গত ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল মদব্বির, ৩নং ওয়াড সভাপতি হাজী ফজর আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ, আওয়ামীলীগ নেতা হাজী তারা মিয়া সহ প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বশির মিয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা ও যুগ্ম সম্পাদক সুজন উদ্দিন খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য মোঃ আবু জাহিদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এড. সামছুল ইসলাম, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, সদস্য আলহাজ্ব মইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাবিবুর রহমান হাবিব। তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও স্মরণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ খলিলুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ সাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কামাল উদ্দিন রাসেল, আব্দুস সালাম মর্তুু, আওয়ামীলীগ নেতা হুমায়ুন আহমদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এড. সালেহ আহমদ হীরা, তেতলী উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী আতিকুর রহমান, মোঃ নূরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক আহমদ মুহা. নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সদস্য হোসেন মিনহাজ, তেতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজামুর রহমান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহিন আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান ছানি, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিটন আহমদ, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ। বিজ্ঞপ্তি