দক্ষিণ সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ আটক ৫

52

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা
দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য সহ পুলিশের অভিযানে পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ভোর ৩টায়। ডাকাতদের আটককালে এসআই জগৎজ্যোতি ও এএসআই রিমন খাঁন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ও গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার রবিবার, ভোর রাত ৩টায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ডাবর পয়েন্ট এলাকায় সঙ্গীয় অফিসার এসআই মাজাহরুল ইসলাম, জগৎজ্যোতি চৌধুরী, এএসআই জিয়াউর রহমান, এএসআই রিমন খান, এএসআই জাকির হোসেন, এএসআই বকুল মিয়া সহ ফোর্সদের সহায়তায় আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করতে সক্ষম হন। এ সময় ডাকাত দলের সদস্যরা পাইগান দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও ডাকাতদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় ডাকাত দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পুলিশ তাদেরকে আকট করতে সক্ষম হয়। আটককৃত ডাকাতরা হলো সিলেট জেলার জালালাবাদ থানার উমাইরগাঁও গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মানিক মিয়া (৪৫), সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছলিতারবাগ গ্রামের রওয়াব আলীর ছেলে ইদ্রিস মিয়া (৩৫), একই জেলার ছাতক থানার জগন্নাথপুর নোয়াগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে কয়েছ আহমদ (২৮), ছাতক থানার জামক গ্রামের মৃত হারিছ আলীর ছেলে আক্তার হোসেন (২৪)হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার প্রথমব্রক গ্রামের কুতুব উল্লাহের ছেলে লিয়াকত মিয়া (৪০)। এ সময় থানা পুলিশ ডাকাতদের নিকট হতে একটি পাইপগান, দুইটি রামদা, শাবল, একটি সিএনজি (ফোরষ্ট্রোক) ও একটি মোটর সাইকেল উদ্ধার করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ডাকাতরা একটি সংঘবদ্ধ দলের সক্রিয় সদস্য। ডাকাতদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরেুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।