সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, প্রতিযোগিতা ছাড়া লেখাপড়ায় ভাল করা যায়না। প্রতিযোগিতার মনমানসিকতা থাকলে একজন ভালো শিক্ষার্থী হওয়া যায়। শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা অর্জনে শিক্ষার্থীরা সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হবে। লেখাপড়ার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
গত শুক্রবার শাহী ঈদগাহস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক আরিফ আহমদের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিলেটের প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য গোপাল বাহাদুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। বিজ্ঞপ্তি