ফুটপাত দখলদারদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা দাখিল আজ

32

স্টাফ রিপোর্টার :
নগরীর ফুটপাত অবৈধ দখলদার ও তাদের আশ্রদাতাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন আদালতে আজ বৃহস্পতিবার দাখিল করার কথা রয়েছে। এর আগে ওই তালিকাটি গত সোমবার আদালতে দাখিল করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও ওসি গৌছুল হোসেন। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে দাখিল করা ওই তালিকায় ৩৮ জনের নাম রয়েছে বলে জানা গেছে।
একটি সূত্র জানিয়েছে, ফুটপাত দখলদারদের তালিকায় যাদের নাম আছে, তারা হচ্ছেন- মহানগর হকার্স কল্যাণ সমিতির সভাপতি রাকিব আলী, সহ-সভাপতি আতিয়ার রহমান, শফিক আহমদ, আবদুল বাশার, রুহুল আমীন রুবেল, মোখলেছুর রহমান, আবদুল আহাদ, খোকন ইসলাম ও সাধারণ সম্পাদক রুমান আহমদ। নগরীর রংমহল টাওয়ার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি মুরাদ হোসেন, তামাবিল-ধোপাদীঘিরপার ইমা লেগুনা স্ট্যান্ডের সভাপতি সাহাব উদ্দিন সাবু, কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন আহমদ, সহ-সভাপতি ফয়জুল মিয়া, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাছুম আহমদ শামীম, সাংগঠনিক সম্পাদক আবদুর নূর হিরন, কোষাধ্যক্ষ আ. রশিদ, জিন্দাবাজার কোর্ট পয়েন্ট অটোরিক্সা স্ট্যান্ডের আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ইসলাম উদ্দিন, শফিক উদ্দিন, সদস্য সচিব ইউসুফ আলী, সদস্য গিয়াস উদ্দিন, নাজিম উদ্দিন, আলমগীর হোসেন, আবদুল আলী, আলী হোসেন, হেলাল উদ্দিন (১), হেলাল উদ্দিন (২), আজাদ মিয়া। মধুবন পয়েন্ট ইমা-লেগুনা স্ট্যান্ডের সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি আদিল, সাধারণ সম্পাদক কবির মিয়া, খছরু মিয়া, জালাল মিয়া, সোহেল ও বাবুল মিয়া।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দাখিলকৃত তালিকায় যাদের নাম আছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা ছিল না। ফলে আদালত আজ বৃহস্পতিবার ফুটপাত দখলদারদের পূর্ণাঙ্গ নাম ও পরিচয় দাখিল করতে কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনকে নির্দেশ দেন।