ফেঞ্চুগঞ্জে জাটকা ও মা ইলিশ ধরায় দায়ে ৫ হাজার টাকা জরিমানা

30

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জাটকা ও মা ইলিশ মাছ ধরার অপরাধে বুধবার সকালে উপজেলার পিটাইটিকর গ্রামের সুজন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বংশ বৃদ্ধির জন্য বছরের এ মৌসুমে ইলিশ মাছ ধরা বিক্রয় বিনিময় নিষিদ্ধ।
এ নিষিদ্ধতা উপেক্ষা করার কারনে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা মোবাইল কোর্ট পরিচালনা করে সুজন মিয়ার কাছ থেকে জাটকা ও মা ইলিশ জব্দ করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে তাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, ইলিশ মাছ ধরার নিষিদ্ধকাল অর্থাৎ আগামী ২২ অক্টোবর পর্যন্ত এরকম ভ্রাম্যমাণ আদালত চলবে। সেই সাথে বাজারে ইলিশ, জাটকা উঠছে কি না বিক্রয় বা বিনিময় হচ্ছে কি না তা নিয়মিত মনিটরিং করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ ও উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ বেগম তাজকিরা।