এমসি কলেজ থিয়েটার ও মোহনার মহড়া কক্ষ ভাংচুর

53

স্টাফ রিপোর্টার :
ঐতিহ্যবাহী এমসি কলেজের থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের মহড়া কক্ষ দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর করেছে। বুধবার কলেজে সরজমিনে গেলে ভাংচুরে এমন চিত্র দেখা যায়। এ সময় দুই সংগঠনের সদস্যরা জড়ো হতে থাকেন।
থিয়েটার মুরারিচাঁদের সদস্য রেজাউল করিম রাব্বি থিয়েটার খুলতে গিয়ে দেখেন দুই সংগঠনের মহড়া কক্ষ ব্যাপক ভাঙচুর করা। ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়া মোহনা সাংস্কৃতিক সংগঠন ও ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া থিয়েটার মুরারিচাঁদ দীর্ঘদিন ধরে পুরাতন বাংলা বিভাগে তাঁদের কার্যক্রম চালাচ্ছিল। এ রকম ঘটনায় ভেঙে পড়েন দুই সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা।
থিয়েটার মুরারিচাঁদের আহ্বায়ক গোলাম মাহদী বলেন, আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে প্রতিহত করার জন্যই এরকম ঘৃণ্য কাজ করেছে দুর্বৃত্তরা। এভাবে চলতে থাকলে একসময় এমসি কলেজে সাংস্কৃতিক আন্দোলন হারিয়ে যাবে।
এ রকম পরিস্থিতে এমসি কলেজের নৈশ প্রহরীদের গাফলতিকে দায়ী করেছেন মোহনার সভাপতি মো. এনাম উদ্দিন। তিনি বলেন, এতসব নৈশ প্রহরী থাকতে কারা সাহস পায় রাতের বেলা এরকম নৃশংসতা ঘটাতে! নৈশ প্রহরীরা কি করেন?
এ ব্যাপরে নৈশ প্রহরী নিখিল মল্লিক বলেন, আমি রাতে ডিউটিতে ছিলাম। মহড়াকক্ষ ভাঙার কোনো শব্দ শুনতে পাই নি আমি!
এই ঘটনার পর দুই সংগঠনের সদস্যরা মৌখিক অভিযোগ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা: হায়াতুল ইসলাম আকঞ্জির কাছে। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সমিতির সম্পাদক মো. তোতিউর রহমান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা: হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, আমরা সব অভিযোগ শুনেছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবো।