শোকসভায় বক্তারা ॥ জসিম উদ্দিন মন্ডলের দেখানো পথ ধরেই সাম্যের সমাজ গড়ে তুলতে হবে

158

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, উপ-মহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, মহান মুক্তিযুদ্ধের বীর CPB Sylhet Pic 7.10.17সেনানী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, আজীবন সংগ্রামী, সম্প্রতি প্রয়াত বর্ষীয়ান জননেতা কমরেড জসিম উদ্দিন মন্ডল স্মরণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে শোকসভা গতকাল ৭ অক্টোবর শনিবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিউনিস্ট পার্টির সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ আবু জাফর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, জসিম উদ্দিন মন্ডলের দেখানো পথ ধরেই সাম্যের সমাজ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, কমরেড জসিম মন্ডলের মৃত্যুতে কমিউনিস্ট আন্দোলনের এক সূর্য অস্তমিত হলো। আজীবন বিপ্লবী কমরেড জসিম উদ্দিন মন্ডল ছিলেন তরুণদের স্বপ্নের নায়ক। তিনি শত শত তরুণকে কমিউনিস্ট আদর্শ ও আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। তিনি ছিলেন এদেশ তথা ভারতীয় উপ-মহাদেশে শ্রমিক আন্দোলনের বাতিঘর। অত্যন্ত নির্ভিক ও দৃঢ়চেতা এ বিপ্লবী মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়ে তুলতে তাঁর জীবনের ১৭টি বছর জেলে কাটিয়েছেন। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির লড়াই-সংগ্রামের জন্য স্বাধীন বাংলাদেশেও তাঁকে জেল বরণ করতে হয়েছে। তবুও কোনোদিন আদর্শের প্রশ্নে আপোষ করেন নি, মাথা নত করেননি। শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাম্যবাদী সমাজ গড়ার আন্দোলন-সংগ্রাম এগিয়ে নিয়ে গেছেন দৃঢ় পদক্ষেপে। অত্যন্ত সুবক্তা জসিম মন্ডল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাম্যবাদের পতাকাকে উড্ডীন রেখেছেন যা বাম রাজনীতিকদের জন্য অনুকরণিয়। আজীবন সংগ্রামী নির্লোভ ও ত্যাগী এ নেতা বাম রাজনীতির ক্ষেত্রে যে বলিষ্ঠ অবদান রেখে গেছেন তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সম্পূর্ণ করতে হবে তাঁর অসমাপ্ত কর্মযজ্ঞ। জসিম মন্ডলের দেখানো আদর্শের পথ ধরেই শ্রমিক শ্রেণির অগ্রবাহিনী হিসেবে কমিউনিস্ট পার্টিকেই লক্ষ্যের প্রতি অনুগত থেকে বিপ্লবী ধারায় সাম্যবাদী সমাজব্যবস্থা গড়ে তোলার আন্দোলন-সংগ্রাম এগিয়ে নিতে হবে।
সভায় অন্যান্য বক্তারা বলেন, চিরসবুজ জসিম মন্ডল শত প্রতিকূলতা উপেক্ষা করে যেভাবে আজীবন বিপ্লবী আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন নিঃশঙ্ক চিত্তে তা যে-কোনো রাজনীতিকদের জন্য দৃষ্টান্তস্বরূপ। তরুণ কমরেডদের এ থেকে শিক্ষা নিয়ে তীব্র শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাঁর এ আকস্মিক মৃত্যুতে রাজনীতির অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণে এগিয়ে যেতে হবে।
গতকাল বিকেল ৫টায় দরগাগেইট¯’ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্যসভা মিলনায়তনে অনুষ্ঠিত এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ আবু জাফর আহমদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বাসদ মার্কবাদী নেতা উজ্জল রায়, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, কবি তুষার কর, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্ত্তী বাবলা, সিপিবি বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উদীচী সিলেট জেলা সংসদের সহ সভাপতি এনায়েত হাসান মানিক, যুব ইউনিয়ন সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি শাখার সভাপতি স্বপন দেবনাথ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার কোষাধ্যক্ষ নাবিল হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, তুষার নাগ, তুহিন কান্তি ধর, আরিফ মিয়া, মাধব রায়, তপন চৌধুরী, বি.এইচ আবীর, শাহজালাল সুমন, বিধান দেব চয়ন, ফরিদ আহমদ নান্নু, সুচিত গোপ, শ্রীকান্ত শর্মা, রতন দেব, স্বপ্না দে, অরুন কান্তি দাস, শারমিন জাহান পপি, এডভোকেট হুমায়ুন রশীদ সুয়েব প্রমুখ।
শোক সভার শুরুতে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এছাড়াও কমরেড জসিম উদ্দিন মন্ডলের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব। সবশেষে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশনের মাধ্যমে শোক সভার সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি