জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সারা দেশের ন্যায় উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে “রোহিঙ্গা নিধন রুখে দাঁড়াও বিশ্ব” শ্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর শাখার সভাপতি মানষ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিপক কুমার দেব ও যুগ্ম-সম্পাদক আবদুল মুকিতের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, কবি সৈয়দ আজমল হোসেন, শিক্ষিকা সালেহা পারভীন, সাংবাদিক শংকর রায়, এসকে চৌধুরী শিমু, জহিরুল ইসলাম লাল মিয়া, ব্যবসায়ী ডা. শশীকান্ত গোপ, মানবাধিকার কর্মী আবুল ফজল, নজমুল ইসলাম চৌধুরী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, সাংস্কৃতিক কর্মী সাফরোজ ইসলাম মুন্না, আকমল হোসেন ভূঁইয়া, রনিরাজ, তানভীর আলম পিয়াস, সমাজকর্মী উবায়দুল হক জাবেদ প্রমুখ।
এ সময় উদীচী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি গীতিকার মকদ্দুস আলম উদাসী, কোষাধ্যক্ষ জুয়েল দাস, সদস্য বাউল শিল্পী ফয়সল গণি শাহ, ব্যবসায়ী প্রজেশ গোপ, পিন্টু তালুকদার, প্রদীপ সূত্রধর, সিলেট জেলা ছাত্রমৈত্রী’র সভাপতি স্বপন দাস, সাংস্কৃতিক কর্মী আবদুল কাইয়ূম, খোকন মিয়া, ব্যবসায়ী ও সমাজকর্মী ফজলু মিয়া, মিহির রায়, ফুটবলার জুয়েল হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতন জরুরী ভিত্তিতে বন্ধ করতে জাতি সংঘের প্রতি আহবান জানান।