এক মাসের ছুটিতে প্রধান বিচারপতি

21

কাজিরবাজার ডেস্ক :
অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন প্রধান Chief Justice-1বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার এ বিষয়ে তিনি আবেদন করেন।
এদিকে ৩৯ দিন পর সুপ্রিম কোর্ট খুলছে আজ মঙ্গলবার। এদিন থেকেই তিনি ছুটিতে যাওয়ার আবেদন করলেন। আবেদন প্রাপ্তির পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করে ছুটি মঞ্জুর করে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব প্রদান করেন। আগামী বছরের ৩১ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার চাকরির মেয়াদ শেষ হবে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে অসুস্থ মেয়েকে দেখতে কানাডায় যান প্রধান বিচারপতি এসকে সিনহা। সেখান থেকে তিনি একটি সম্মেলনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর জাপানে যান। গত ২৩ সেপ্টেম্বর রাতে কানাডা ও জাপান সফর শেষে দেশে ফেরেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।