মল্লিকা রায়
পৃথিবী উল্টে যায় কখনো সখনো
রাত্রির ঘরে ঢোকে দিন
অচেনা আলোকে বড় ফিকে লাগে
হে যুবক তোমার উড্ডীন।
পথ রেখে আবডাল আমার মেরুতে
যাতায়াত লুকোচুরি শুধু
বনবন ঘুরে সে ও রংয়ের বদলে
ফেলে যায় কাঁচুলির মোহ।
শেখা বুলি,শোনা বুলি, অপরের বোল
সেঁটে যায় বেমালুম
মজ্জা, ঘিলুতে, আসল নকলে ডামাডোল।
বেনোজল দৌঁড়ঝাপ প্যারোল আসেনি
সন্ত্রাসী দাঙ্গা প্রলয়
কিছুু খন্দের আছে ট্রিপল সেলামী
তুমি বল মিছে অবক্ষয়।
দিনের আদল রাত তখন কি তুমি
মিঠা মোহে কাঁচুলী’র পিন ?
খন্দের অবরোধ হলে
আসলে রক্তে ধোঁওয়া ঋণ।
হৃত হাত আচম্বিতে বাড়ানো সেদিক
গেল গেল রব চতুর্দিক
অতি আপনার দেখি তারে
নিয়ম’টা এহেন হার্দিক।