জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে মঙ্গলবার থেকে ৫ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা শুরু হয়েছে। এবার উপজেলার ২৫টি মন্ডপে পূজা হচ্ছে। পূজায় থানা পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এছাড়া পূজাটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পূজা কমিটিগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তবে এবারের দুর্গা পূজাকে ঘিরে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পূজা সনাতন ধর্মের হলেও আনন্দ উৎসব সবার মধ্যে লক্ষ্য করা গেছে।