গণহত্যা বন্ধ ও শরণার্থীদের ফেরত নেওয়ার দাবিতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের মানববন্ধন

61

রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সরকার পরিচালিত গণহত্যা ও নির্যাতন বন্ধ এবং শরণার্থীদের ফেরত 04 copyনেওয়ার দাবিতে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ গ্রাম থিয়েটার, ভোর হলো, মৃত্তিকায় মহাকাল এবং অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক ও নাট্য সংগঠন এর আয়োজনে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম থিয়েটার হাসনরাজা অঞ্চলের প্রধান সমন্বয়কারী সৈয়দ সাইমূম আনজুম ইভানের সঞ্চালনায় মানববন্ধনে সংহতী জানিয়ে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি হিমাংশু বিশ্বাস, উদীচি সিলেটের সম্পাদক মন্ডলীর সদস্য ধ্র“ব জ্যোতী দে গৌতম. নাট্যমঞ্চ সিলেটের কোষাধ্যক্ষ স্বপন বর্মণ, অন্বেষা সিলেটের আশরাফুল ইসলাম অনি, মৃত্তিকায় মহাকাল এর সাংগঠনিক সম্পাদক মো. শাহীদ খান, সদস্য রুবেল আহমেদ, সোহান রানা, ত্রিমাত্রিক সাহিত্য সংসদের বীথি সাইমূম, দেবজ্যোতি ঘোষ চৌধুরী অপূর্ব, তাহরিম বখত, শাহিনুর রহমান রাসেল, কালিম আহমদ, আহমেদ ফাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি